স্বাস্থ্যব্যবস্থার ল্যাজেগোবরে অবস্থার প্রেক্ষিতে এটা অনস্বীকার্য যে শুধুমাত্র ডাক্তার (বলতে এখন যা বুঝি আমরা) দিয়ে এই ব্যবস্থা টিকিয়ে রাখা একপ্রকার অসম্ভব। লিখছেন ডাক্তার সৌম্যদীপ মুখার্জি #WestBengal @bengali_convo
https://nagorik.net/society/proposal-to-have-diploma-doctors-deserves-serious-debate/
You must log in or register to comment.
প্যারামেডিক বা উপচিকিৎসক এক জিনিস আর ডিপ্লোমা ডাক্তার অন্য জিনিস। এই উপচিকিৎসকরা নিজেদের ডাক্তার না বলে যদি উপচিকিৎসক বা প্রাথমিক চিকিৎসক জাতীয় কিছু বলে তাহলে হয়তো ঠিক আছে। আর যেখানে এক বছর ইন্টার্ন করতে হয়, সেখানে ১৫ দিনে নার্স বানানোটা ভয়ঙ্করই বটে। তাও বাংলাদেশের চেয়ে আপনাদের অবস্থা অনেক ভালো আছে। দূর এলাকায় চিকিৎসা দিতে অন্তত পানি, বিদ্যুৎ, এসি, আর স্বাভাবিক খাবার ও পরিবহন ব্যবস্থাতো চাই!