…আমি জানি না আর কী বলবো আমার পোস্টে।

তবে আমি এটা বলতে চাই যে আমি হয়তোবা খুব শীঘ্রই হেক্সবেয়ারে শিফট করতে পারি। লেমিগ্রাডে ফেরত আসার পর মূলত হেক্সবেয়ার ইউজারদের ও কমিউনিটিতে বেশিরভাগ সময় কাটানো হচ্ছে।

আর তার উপর হেক্সবেয়ারের বিশাল emojiর ভান্ডার থেকে manually emoji use করতেছিলাম। তার থেকে বরং হেক্সবেয়ারেই আসাটা বেটার মনে হয় না? :^)

By the way, বাংলা ভাষার সবকয়টা Pronouns তথা সর্বনামসমূহ Gender-Neutral. 🏳️‍⚧️💅✨

(শুধুমাত্র nouns তথা বিশেষ্যদের Gender আছে। তবে কিছু Gender-Neutral nouns ও আছে।)

Also, @kristina@hexbear.net একজন বাঘিনী এই কমিউনিটি বানানোর জন্য। So, ধন্যবাদ তাকে এই কমিউনিটি বানানোর জন্য। 🫡 ইংরেজি দেখতে দেখতে tired হয়ে গেছি। অনেক ইচ্ছা ছিল যতগুলা অনলাইন কমিউনিটি আছে সেখানে বাংলায় বকবক করা বা বাংলা-related materials শেয়ার করা। এখন তার কারণে এটা আরামছে করতে পারবো। 🥰

  • Aria 🏳️‍⚧️🇧🇩@lemmygrad.mlOPM
    link
    fedilink
    arrow-up
    2
    ·
    9 hours ago

    Hi! Sorry দেরিতে reply করার জন্য। ^^;

    bangla grammar lesson (বাংলায়, dw lmao)

    tbh “আপনি” একটু Formal শোনায়। সাধারণত এটা ব্যবহার করা হয় stranger, acquaintanceদের সাথে। অথবা যদি আপনি professionally কথা বলতে চান। অথবা যদি কেউ আপনার থেকে বয়েসে বড় হয় আর তিনি আপনাকে বলেন নি যে অন্য pronouns তার সাথে use করা যাবে। কোনো সমস্যা নাই যদি আপনি “আপনি” ব্যাবহার করতে চান! just বলতেছি। যেহেতু বাংলার pronounগুলো লিঙ্গভিত্তিক না।

    এছাড়া “আপনি” বাদে আর আছে “তুমি”, যেটা হচ্ছে বাংলা ভাষার Informal Pronoun. সাধারণত সমবয়েসী বা underaged ব্যাক্তিদের সাথে এটা ব্যবহার করা হয়, especially in an non-professional setting.

    (“তুই” ও আছে বাংলা pronoun গুলোর মধ্যে, কিন্তু সাধারণত ঘনিষ্ট মানুষ বা বন্ধুদের বাদে অন্য কারোর সাথে এই pronoun use করাটা সমীচীন না। rude শোনায়। তার থেকে বরং “তুমি” better. ^^;)

    ধন্যবাদ আমার বাংলা পোস্টগুলি পড়তে চাবার জন্য! 💖 আমি এখন curious জানতে যে ভাষা শেখার জন্য কী কী সরঞ্জাম আপনি use করতেছেন lmao

    ল্যাটিন অক্ষরে শেখেন, সমস্যা নাই। তবে চেষ্টা করবেন তার পাশাপাশি বাংলার বর্ণমালাগুলোও শেখার। ^^

    আমি সত্যিই চাই নেটিভ স্পিকাররা তাদের প্রাকৃতিক চিন্তাভাবনা এখানে পোস্ট করুক।

    এটা নিয়ে আপনার চিন্তা করতে হবে না, হাহা। 😎 honestly ভালোই হয়েছে যে আপনি এই commটা বানাইছেন। ^^💖

    শুধু আমি বাদে আর বাংলা পারে এমন মানুষজন থাকলেই হলো lmfao

    আপনি কি এই ফোরামে একজন মডারেটর হতে চান?

    ঠিকাছে lmao